পাটের সুদিন ফেরাতে কাজ করছে সরকার: পাটমন্ত্রী
৫ মার্চ ২০১৯ ১০:২৬ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১০:৪৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: সোনালী আঁশ পাটের সুদিন ফেরাতে বতর্মান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মঙ্গলবার (৫ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত র্যালিতে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিগত সরকার পাটের সুদিন ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু বতর্মান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কিভাবে লাভজনক করা যায় সেজন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আর সেই নিদের্শনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পাটের সুদিন আবার ফিরে আসবে,পাটের বাজার আবার সম্প্রসারণ হবে।’
আরও পড়ুন: ৭ হাজার কোটি টাকার পাটপণ্যের বাজার তৈরির প্রত্যাশা পাটমন্ত্রীর
পাটমন্ত্রী বলেন, ‘পাট অথর্নীতিকে গতিশীল করে। ফলে এই পাটকে আমাদের আরও এগিয়ে নিতে হবে। পাট শিল্পের সাথে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরাও জড়িত। মনে রাখতে হবে, সোনালী আঁশে সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ। বঙ্গবন্ধুর ছয় দফা দাবির ভেতরেও পাট ছিল। তখন পাকিস্তান আমাদের পাটের ন্যায্য মূল্য দিতো না। এই হলো সেই পাট। পাট অবশ্যই তার আগের সোনালী সুদিন ফিরে পাবে।’
আরও পড়ুন: সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে: পাটমন্ত্রী
সারাবিশ্ব পাটপণ্য নিয়ে কাজ করছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, সারাবিশ্ব এখন প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পাট ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা কেন পিছিয়ে থাকবো। সরকার এবং প্রাইভেট সেক্টরের সমন্বিত চেষ্টায় পাট সারাবিশ্বে তার বাজার দখল করবে। তবে একটু সময় লাগলেও পাটখাত অনেক এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।
এ সময় বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানসহ বিভিন্ন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসজে/এমএইচ
আরও পড়ুন
উন্নত দেশে পরিণত হতে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন: পাটমন্ত্রী
দুর্নীতিমুক্ত হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: পাটমন্ত্রী