সাবেক এমপি, তবু ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি!
৪ মার্চ ২০১৯ ২০:১৮ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ২০:২৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
সংসদ ভবন থেকে: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের অধীন এলাকায় ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। একইসঙ্গে আরও ছয়টি প্রতিষ্ঠানে ভূঁইয়া পরিবারের সদস্যরাই সভাপতির দায়িত্ব পালন করছেন।
সোমবার (৪ মার্চ) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। লিখিত প্রশ্নে তিনি ওই নির্বাচনি এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির নামসহ পূর্ণাঙ্গ তালিকা চান।
দীর্ঘ ১১৭ পৃষ্ঠার লিখিত জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদকে জানান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, সেগুলো হলো— ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়, ধনুয়া জনতা উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসা, গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা, মানুরী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, আলোনিয়া ফাজিল মাদ্রাসা, হর্নিদূর্গাপুর আলিম মাদ্রাসা, মাছিমপুর ফাজিল মাদ্রাসা, রামপুর বাজার ডি এস ফাজিল মাদ্রাসা, নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসা, কাওনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা ও কামতা ডি এস ফাজিল মাদ্রাসা।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ফরিদগঞ্জ এলাকায় চারটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, চারটি স্কুল অ্যান্ড কলেজ, একটি ইন্টারমিডিয়েট কলেজ, তিনটি ডিগ্রি কলেজ ও একটি কারিগরি ও বাণিজ্য কলেজ, ২৪টি দাখিল মাদ্রাসা, ১৩টি আলিম মাদ্রাসা, ১৩টি ফাজিল মাদ্রাসা, একটি কামিল মাদ্রাসাসহ মোট ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠান রযেছে।
দীপু মনি আরও জানান, ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিতে ম্যানেজিং কমিটি নিয়ে মামলা থাকলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি সচল রয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর