Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পরিত্যক্ত বাড়ি ৬৪০৯টি


৪ মার্চ ২০১৯ ১৯:৫১ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ২০:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: বর্তমানে ঢাকায় ৬ হাজার ৪০৯টি পরিত্যক্ত বাড়ি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত পরিত্যক্ত বাড়িগুলো শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও চাহিদাপত্রের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে বরাদ্দ করা কিছু বাড়ি শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বরাদ্দ প্রাপক ও চাহিদাপত্র হোল্ডারদের অনুকূলে বিক্রি করা হয়েছে। কিছু বাড়ি মালিকদের অনুকূলে অবমুক্ত করা হয়েছে।

সরকারি দলের আরেক সংসদ সদস্য এম আবদুল লতিফের তারকাচিহ্নত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১০ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে রাজধানীতে ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছিল। যদিও এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নতকরণ ও ভেঙে ফেলার দায়িত্ব সিটি করপোরেশনের।

মন্ত্রী জানান, ২০১৬ সালে ওইসব ঝুঁকিপূর্ণ ভবন ফের জরিপ করা হয়। এগুলোর মধ্যে মালিকরা ২৫টি ভবন ভেঙে ফেলেছে। এছাড়া ২৮টি ভবন মালিকরা ভেঙে নতুনভাবে নির্মাণ করেছে। বর্তমানে ২৫৫টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ এবং ২২০টি বাহ্যিক ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ পর্যায়ে ভবনগুলো চূড়ান্তভাবে ঝুঁকিপূর্ণ নিশ্চিত করাসাপেক্ষে সেগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ২০০৩-২০১৯ সাল পর্যন্ত ৩, ৫, ৭ দশমিক ৫ ও ১০ কাঠা আয়তনের ২৪ হাজার ৬৯৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্লটগুলো মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সমমর্যাদার বিচারপতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবী, সশস্ত্র বাহিনী, ব্যবসায়ী ও শিল্পপতি, বেসরকারি চাকরিজীবী, শিল্পী, সাহিত্যিক ও ক্রীড়াবিদ, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, অন্যান্য, মূল অধিবাসী, ক্ষতিগ্রস্ত এবং ১৩/ণ ধারা (সংরক্ষিত) ক্যাটাগরিতে বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে কমবেশি ১৫ হাজার জনকে চূড়ান্তভাবে প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী পরিত্যক্ত বাড়ি শ ম রেজাউল করিম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর