Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা অনিয়মে সুনামগঞ্জের চার ওষুধের দোকানকে জরিমানা


৪ মার্চ ২০১৯ ১৯:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, লাইসেন্স নবায়ন না করা হয় নানা অভিযোগে সুনামগঞ্জ পৌর শহরের চারটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে ট্রাফিক পয়েন্ট রোড এলাকায় এই অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।

এসময় শহরের সেন্টাল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদ শেষ হওয়া ওষুধ বিক্রির কারণে নন্দালাল ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় প্রীতম ড্রাগ হাউসকে দুই হাজার টাকা ও সুবর্ণা ফার্মেসিকে সরকারি ওষুধ বিক্রির অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদউল্লাহ, জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলামসহ অন্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা সারাবাংলাকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই কাজ করেছেন তারা। ওষুধের মান ও অন্যান্য বিষয় ঠিক রাখতে সামনেও অভিযান চলবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

ফার্মেসিকে জরিমানা ভ্রাম্যমান আদালত মেয়াদোত্তীর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর