খুব দ্রুত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে
৪ মার্চ ২০১৯ ১৪:৫৫ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১৫:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
সোমবার (৪ মার্চ) ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য।
তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হবে। আমরা প্রস্তুত, ওবায়দুল কাদেরের পরিবার সদস্যরাও প্রস্তুত। বিষয়টি নির্ভর করছে সিঙ্গাপুরের চিকিৎসক দলের ওপর। তারা যখন শিফট করবেন তখনই নেওয়া হবে’
উপাচার্য বলেন, দেবী শেঠি আমাদের চিকিৎসার প্রশংসা করে বলেছেন ইউরোপ -আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার ছিল না। কিন্তু এখানে থাকলে নেতা-কর্মীদের ভিড় এড়ানো সম্ভব হচ্ছে না। আর এতে রোগীর শরীরে রক্তের ইনফেকশনের মাত্রাও বাড়ছে । তাই ওবায়দুল কাদেরের চিকিৎসা দেশের বাইরে হওয়ায় ভালো বলে আমাদের সঙ্গে একমত হয়েছেন দেবী শেঠি।
একই ব্রিফিংয়ে কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদের গতকালকের চেয়ে ভালো আছেন’
উনি শঙ্কামুক্ত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আসলে আপেক্ষিক। কালকের থেকে তার অবস্থা অনেক ভালো। আগের থেকে তিনি অনেক স্ট্যাবল।’
তিনি বলেন, ‘তার ডায়াবেটিকক, উচ্চ রক্তচাপ আগে থেকেই ছিল। ওবায়দুল কাদের তার ভেন্টিলেশন খুলে দেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন, নড়াচড়াও করছেন।’
আগেও একবার তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। গত ডিসেম্বরে তিনি এসেছিলেন। আমরা তাকে ভর্তি হওয়ার জন্য বলেছিলাম। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে তিনি সে সময় ভর্তি হননি। তার রক্তেও ইনফেকশন আছে’ বলে জানান ডা. সৈয়দ আলী আহসান।
সারাবাংলা/জেএ/একে
এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল
লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও স্পিকার
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’
হার্টে রিং পরানো হয়েছে, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ওবায়দুল কাদের
লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
কাদেরের জন্য সিঙ্গাপুরের চিকিৎসক বিএসএমএমইউতে
কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও স্পিকার
এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল