মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে শহিদুল আলমের আবেদন
৪ মার্চ ২০১৯ ১৪:২৬ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১৯:০৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আলোকচিত্রী ড.শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) শহিদুলের আইনজীবীদের আবেদনে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বৈধতা চ্যালেঞ্জ করে মামলার তদন্ত কাজ স্থগিত চাওয় হয়। স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট।এরপর তিনি কারামুক্ত হন। আদালতে শহিদুল আলমের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন ব্যারিস্টার সারা হোসেন।
গত বছরের ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬ আগস্ট রমনা থানায় করা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। পরে শহিদুলকে ৬ আগস্ট বিকেলে আদালতে হাজির করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়,আসামি শহিদুল আলম তাঁর ফেসবুক টাইম লাইনের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কল্পনাপ্রসূত অপপ্রচার চালাচ্ছেন যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
সারাবাংলা/ এজেডকে/জেডএফ