Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনের আয়োজন নিখুঁত নয়, ভোট গ্রহণযোগ্য হবে: উপাচার্য


৪ মার্চ ২০১৯ ১৩:২৬

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় ঢাবির সিনেট ভবন মিলানায়তনে নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য এ মন্তব্য করেন। তবে নির্বাচনের সকল আয়োজন ত্রুটিমুক্ত, নিখুঁত নয় বলেও উপাচার্য মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এ মুহূর্তে সন্তোষ প্রকাশ করছি যে, দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সকলে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন। অবাধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।’

নির্বাচনের সকল কর্মযজ্ঞ ত্রুটিমুক্ত নয় উল্লেখ করে উপাচার্য বলেন, ‘এ দাবি করা তুলনামূলক কঠিন যে, নির্বাচনের সকল কর্মযজ্ঞ একেবারেই ত্রুটিমুক্ত, নিখুঁত। অনিচ্ছাকৃত অনেক ভুল ত্রুটি হয়ত রয়েছে। তবে এতটুকু জোর দিয়ে বলা যায় চিফ রিটার্নিং অফিসার ও তার টিম, হলসমূহের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর এ ধরনের গুরুত্ববহ বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতে পদে পদে আমাদের বিভিন্ন বিষয় নতুন করে ভাবতে হয়েছে, সিদ্ধান্ত নিতে হয়েছে বিভিন্ন পর্যায়ে। গঠনতন্ত্র আচরণবিধিসহ সবকিছুতেই সময়ের চাহিদা বিবেচনায় রাখতে হয়েছে নতুন করে। প্রথমবারের মতো শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়েছে; এর সুফল প্রশাসনিক বিভিন্ন কাজে গভীরভাবে অনুভূত হবে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনায় দক্ষ জনবল হিসেবে নিজেদের গড়ে তুলেছেন। তাই ভবিষ্যতে আরও সুষ্ঠু ও নিখাদ ব্যবস্থাপনায় ডাকসু নির্বাচন পরিচালিত হওয়ার পথ তৈরি হল- এ কথা দৃঢ়ভাবে বলা যায়।’

বিজ্ঞাপন

উপাচার্য নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় ও নির্বাচন উত্তরকালে যাতে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তার জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে উপাচার্য লিখিত বক্তব্য পাঠ করেন। তবে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমানসহ সহ বিভিন্ন হলের চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রাধ্যক্ষবৃন্দ।

উল্লেখ্য, ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারণা চালাতে শুরু করেছেন।

সারাবাংলা/কেকে/একে

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর