Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী তিন দিন বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভাবনা


৪ মার্চ ২০১৯ ১২:২৪ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১২:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আগামী তিন দিন অর্থাৎ ৬ মার্চ পর্যন্ত, বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (০৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতরের দায়িত্বরত কর্মকর্তা রুহুল কুদ্দুস সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ থেকে আগামী ৬ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত এবং কখনও কখনও শিলা বৃষ্টিও হতে পারে।

রুহুল কুদ্দুস আরও বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় বিরাজ করছে। আবার দক্ষিণ বঙ্গোপসাগরেও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। যে কারণে আগামী তিন দিন ৪, ৫ ও ৬ তারিখ বজ্রসহ বৃষ্টিপাত হবে রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এজন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এছাড়া, সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/এনএইচ

আবহাওয়া পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর