আবারও যুদ্ধে যেতে চান ভূপাতিত পাইলট অভিনন্দন
৪ মার্চ ২০১৯ ১১:৫০ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১১:৫৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
যত দ্রুত সম্ভব যুদ্ধবিমানের ককপিটে ফিরতে চান বলে জানিয়েছেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এই তথ্য জানা যায়।
গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত হয় অভিনন্দনের মিগ-২১ বাইসন জঙ্গি বিমানটি। তিনি বন্দি হন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে। ১ মার্চ ‘শান্তির নিদর্শন’ হিসেবে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান।
আরও পড়ুন: দেশে ফিরলেন ভারতীয় পাইলট অভিনন্দন
অভিনন্দন বলেন, তার ইচ্ছা আবারও যুদ্ধবিমান চালানো এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া।
দেশে ফেরার পর এখন অভিনন্দনের সুস্থতা যাচাই করা হচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন, অভিনন্দনকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলতে তারা চেষ্টা করছেন।
ভারতীয়রা অভিনন্দনকে নায়কোচিত সংবর্ধনা দিয়েছে। তার অনুকরণে ছেলেরা রাখছে ‘অভিনন্দন-গোঁফ’।
সারাবাংলা/এনএইচ