Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস্তোনিয়ায় জিতল সংস্কারপন্থী দল


৪ মার্চ ২০১৯ ১০:৫৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ক্ষমতাসীনদের হারিয়ে এস্তোনিয়ায় মধ্য-ডানপন্থী সংস্কারপন্থীরা দেশটির সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। রিফোর্ম পার্টির চেয়ারম্যান কাজা কালাসের নেতৃত্বে দলটি পেয়েছে ২৯ শতাংশ ভোট। অপরদিকে ক্ষমতাসীন কোয়ালিশন ২৩% ভোট পায়।

রিফোর্ম পার্টি জয় পাওয়ায় কাজা কালাস হতে পারেন এস্তোনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জানান, কোয়ালিশন সরকার গঠনের জন্য তার দল উন্মুক্ত।

এস্তোনিয়া, কাজা কালাস

প্রায় আট লাখের ওপর এস্তোনিয়ার নাগরিকরা ই-ভোটিং এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশটিতে এক শ এক সিটের পার্লামেন্ট রয়েছে। আনুপাতিক হারে পার্লামেন্ট সদস্যদের মনোনীত করবে দলগুলো।

নির্বাচনের আগেই ধারণা করা হয়েছিল এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। রিফোর্ম পার্টি নির্বাচনি প্রচারণায় ট্যাক্স সংস্কার ও চাকরি ক্ষেত্রে সুবিধা বৃদ্ধির কথা দিয়েছিল।

গুরুত্বপূর্ণ জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

সারাবাংলা/এনএইচ

এস্তোনিয়া কাজা কালাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর