Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরকে দেখতে আবারও হাসপাতালে সিঙ্গাপুরের চিকিৎসক দল


৪ মার্চ ২০১৯ ০৯:৫২ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১১:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে সকালে আবারও হাসপাতালে গেছেন সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দলটি। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ওই চিকিৎসক দলটি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) প্রবেশ করেন।

‘অবস্থা উন্নতির দিকে, আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না কাদেরকে’

এর আগে, গতকাল রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিকেল টিম গতকাল ওবায়দুল কাদেররকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য ঢাকা পৌঁছায়। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নাতি হওয়ায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

রোববার ওবায়দুল কাদেরকে প্রাথমিক ওষুধপত্র দেওয়ার পর তার এনজিওগ্রাম করা হয়। তাতে তার হৃদযন্ত্রের রক্তনালীতে তিনটি ব্লক চিহ্নিত হয়। এর মধ্যে বাম পাশের প্রধান রক্তনালীর ব্লকটি স্টেন্ট (রিং) পরানোর মাধ্যমে অপসারণ করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় বাকি দুইটি ব্লক অপসারণের জন্য কোনো প্রক্রিয়া শুরু করা যায়নি।

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে এর আগে সন্ধ্যার ব্রিফিংয়ে বিএসএমএমইউ কার্ডিওলজি বিভাগের প্রধান ও কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আলী আহসান বলেন, তিনি চোখ খুলছেন, কথা বলছেন, কিন্তু ক্রিটিক্যাল অবস্থাতে আছেন। তিনি পা নাড়ছেন, চেষ্টা করছেন কথা বলার। এ অবস্থা যদি আরও কিছু সময় থাকে, তাহলে মেডিকেল থেরাপি বা বাইপাস সার্জারির মাধ্যমে পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু করা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমআই

আরও পড়ুন:

কাদেরের জন্য সিঙ্গাপুরের চিকিৎসক বিএসএমএমইউতে

এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও স্পিকার

লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের

 

ওবায়দুল কাদের বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর