Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, ২২ জনের প্রাণহানি


৪ মার্চ ২০১৯ ০৯:১৩ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১০:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভয়ংকর টর্নেডো ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের আলাবামায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কয়েকজন শিশু। এছাড়া, মারাত্মক আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় লি কাউন্টিতে এই বিপর্যয় ঘটে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, টর্নেডোটি ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। খবর বিবিসির।

শেরিফ জে জোনস স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানান, ধ্বংসস্তূপ থেকে তারা এখনো অনেককে বের করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।

যুক্তরাষ্ট্র, টর্নেডো,

আলাবামার গভর্নর কে আইভি টুইটারে টর্নেডোর ছবি পোস্ট করেছেন ও নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আবহাওয়া আরও প্রতিকূল হতে পারে।

টর্নেডোটি কয়েক মাইল ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে। প্রায় দশ হাজার লোক হয়েছে বিদ্যুৎহীন। সোমবারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানের সব শিক্ষা প্রতিষ্ঠান।

সারাবাংলা/এনএইচ

টর্নেডো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর