Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমার জান্তার ফাঁদ : আরসা


২০ জানুয়ারি ২০১৮ ১৮:৫১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৮:৩৭

স্পেশাল করেসপন্ডেন্ট 

ঢাকা : নির্যাতিত রোহিঙ্গাদের ঘরে ফেরার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে হওয়া প্রত্যাবাসন চুক্তিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমারের সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)। আরসার সদর দপ্তর থেকে শনিবার প্রকাশিত একটি বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে মিয়ানমার জান্ত সরকারের ফাঁদ বলে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরসার বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। কেননা, সংস্থাটি মিয়ানমারের জান্তা বাহিনীর মানবতাবিরোধী কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন অঞ্চলে যে অমানবিক এবং পৈশাচিক কর্মকাণ্ড ঘটিয়েছে তার প্রতি বৈশ্বিক এই সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার কথা বলেছে।’

বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আরসার বিবৃতিতে বলা হয়েছে, ‘রাখাইন অঞ্চলের নিপীড়িত মানুষের পাশে বাংলাদেশের সরকার ও জনগণ যেভাবে সমর্থন ও সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বাংলাদেশ সরকার ও দেশটির জনগণ সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরো চরম বিপদের মোকাবিলা করতে হত।’

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে হওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি সম্পর্কে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রত্যাবাসন করতে মিয়ানমারের জান্ত বাহিনী যে চুক্তি করেছে, তার প্রতি আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

প্রত্যাবাসন চুক্তিকে একটি ফাঁদ উল্লেখ করে বলা হয়, ‘এই প্রত্যাবাসন চুক্তি একটি ফাঁদ এবং নতুন আরো একটি প্রতারণার গল্প। কেননা, প্রত্যাবাসনের পর রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের বসত-ভিটায় ফিরতে না দিয়ে উত্তর রাখাইন অঞ্চলের অস্থায়ী শিবিরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

প্রত্যাবাসন চুক্তিটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলা হয়েছে, ‘এর আগেও মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ফিরিয়ে নেওয়া রোহিঙ্গাদের তাদের বসত-ভিটায় ফিরতে দেওয়া হয়নি। তাই এবারো যে আগের মতো হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কেননা চুক্তিতে বলা হয়েছে, ফিরিয়ে নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ী শিবিরে রাখা হবে। তাদের বসত-ভিটায় ফিরে যাওয়ার বিষয়ে কিছু বলা নেই।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘রোহিঙ্গাদের বসত-ভিটা থেকে উচ্ছেদ করে মিয়ানমারের জান্তা বাহিনী সেখানে অবৈধভাবে শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলছে। যা কোনোভাবেই কাম্য নয়।’

অং সান সু চির প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সু চি সরকারের প্রতি আহ্বান থাকবে রোহিঙ্গা ইস্যুটিকে মানবিক, আন্তরিক এবং বাস্তবতার নিরিখে বিচার করা হোক। প্রকৃত ন্যায়বিচার করলে রোহিঙ্গা সংকট থাকার কথা নয়।’

সারাবাংলা/জেআইএল/একে

আরসা মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর