Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ


৩ মার্চ ২০১৯ ১৮:২৬

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেলে ডাকসুর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী ডাকসুর ভিপি, জিএসসহ মোট ২৫টি পদে ২২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রকাশিত তালিকায় দেখা যায়- সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন ও সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে, গত বুধবার ২৬ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করা ২৩৮ জনের মধ্যে ২৩১ জন স্থান পায়। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া ৭ জনের মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পান।

সারাবাংলা/কেকে/এমও

চূড়ান্ত প্রার্থী তালিকা ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর