Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বাতিল


৩ মার্চ ২০১৯ ১৭:১৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হলো। খবর এবিসি নিউজের।

বসন্তকালীন মহড়ার অংশ হিসেবে প্রতি বছর হাজার হাজার সেনা যৌথ মহড়ায় অংশ নিয়ে থাকেন। সাগর ও আকাশপথে এই মহড়া ‘ফয়েল ঈগল’ নামে পরিচিত। এ ধরনের মহড়া প্রদর্শনে বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, গভীর পর্যবেক্ষণের পর উভয় পক্ষ সমস্যা সমাধানে মহড়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোরীয় উপদ্বীপকে চূড়ান্তভাবে পরমাণু নিষ্ক্রিয় করতে কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে এই পদক্ষেপ।

তবে যেকোনো পরিস্থিতিতে প্রস্তুতির জন্য তুলনামূলক ছোটখাটো মহড়া অনুষ্ঠিত হবে। ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস জানান, উত্তর কোরিয়াকে আলোচনার আরও সুযোগ করে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুই কোরিয়ায় পরমাণু অস্ত্ররোধে, গত ফেব্রুয়ারির ২৭ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয় নেতা কিম জং উন ভিয়েতনামের রাজধানী হ্যানয়’তে মিলিত হন। তবে দুই নেতা নির্দিষ্ট কোন চুক্তিতে পৌঁছাতে সক্ষম হননি। তবে কিম বরাবরের মতো এবারই জানিয়েছেন তার দেশ নতুন কোন মিসাইল উৎক্ষেপণ করবে না। এরপরই যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিল।

সারাবাংলা/এনএইচ

কোরীয় উপদ্বীপ যৌথ মহড়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর