Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কনটেইনারচাপায় ২ শ্রমিকের মৃত্যু


৩ মার্চ ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ৩ মার্চ ২০১৯ ১৬:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার পশুর নদীর পাড়ে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্র্রের অভ্যন্তরে লোহার কনটেইনারচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। শনিবার (২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে রোববার জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

মৃতরা হলেন- নিহত নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজর (৪৯)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান সারাবাংলাকে জানান, শনিবার বিকেলে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি লোহার কনটেইনার কাত হয়ে কর্মরত শ্রমিকদের ওপর পড়লে ওই দুই শ্রমিক মারা যান। এ ঘটনায় সোহানুর নামে অপর এক শ্রমিক আহত হন।

সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে ওসি জানান।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপপ্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, রোববার দুপুরে মৃত শ্রমিকদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত সোহানুরকে অপারেশন শেষে খুলনার গাজী মেডিকেলের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

তাপ বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনা রামপাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর