Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটের ৯ উপজেলায় আ. লীগের মনোনয়ন পেলেন যারা


৩ মার্চ ২০১৯ ১৪:২৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে বাগেরহাট জেলায় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (১ মার্চ) রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকায় বাগেরহাট সদরে সরদার নাসির উদ্দিন, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান এস এম মাহাফুজুর রহমান, ফকিরহাট উপজেলায় স্বপন কুমার দাশ, মোল্লাহাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, রামপাল উপজেলায় শেখ মোয়াজ্জেম হোসেন, চিতলমারী উপজেলায় অশোক কুমার বড়াল, মোড়েলগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু, শরণখোলা উপজেলায় বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ও মোংলা উপজেলায় বর্তমান চেয়ারম্যান আবু তাহের হাওলাদারকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।

সারাবাংলা/এসএমএন

উপজেলা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর