শাটডাউনে পড়ে অচল যুক্তরাষ্ট্রের সরকারি অফিস
২০ জানুয়ারি ২০১৮ ১৭:১৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১৭:৫৭
আন্তর্জাতিক ডেস্ক
শাটডাউনের গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরে। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্য হল। ‘সাময়িক ব্যয়’ বিল আটকে গেল সিনেটে। সরকারের কার্যক্রমকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে নেওয়া জন্য পাশ করার চেষ্টা চলছিল এ বিল।
আর এ বিল পাশ না হওয়ার অর্থ যুক্তরাষ্ট্রের কয়েকটি জরুরী বিভাগ ছাড়া সাময়িক সময়ের জন্য গুটিয়ে নিতে হবে অন্যান্য সব সরকারি অফিসের কার্যক্রম।
শুক্রবার ছিল বিলটি পাশের শেষ সময়, প্রয়োজন ছিল ৬০ ভোটের তবে পড়েছিল ৫০ টি।
বিলটি পাশ করার আগে ডেমোক্রেটরা বেশকিছু শর্ত দিয়েছিল যার মধ্যে আট লাখ অস্থায়ী কর্মীকে স্থায়ী করা ছিল অন্যতম। অপরদিকে, অভিবাসী নিয়ে ডেমোক্রেটদের রয়েছে অভিযোগ। কিন্তু এগুলোর কোনটায় মানেনি রিপাবলিকানরা।
তবে সোমবার অফিস খোলার আগে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে মনে করে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয়পক্ষ।
ট্রাম প্রশাসনের বর্ষপূর্তিতে এমন এক পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে পড়েছে রিপাবলিকানরা।
তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে শাটডাউনের ঘটনা এটাই নতুন না। এর আগে ২০১৩ সালে ওবামার প্রশাসনও এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। সে সময় প্রায় দু সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল সরকারি অফিসের কার্যক্রম।
ফের শাটডাউনের শঙ্কা যুক্তরাষ্ট্রে
সারাবাংলা/এসআরপি