Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে আদালত চত্বরের অবৈধ স্থাপনা উচ্ছেদ


২ মার্চ ২০১৯ ২১:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালত চত্বরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর জানান, বিচারিক হাকিম আদালত চত্বরে সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল কিছু ব্যবসায়ী। আদালত চত্বরের সামনের পরিবেশ ঠিক রাখতে ও সরকারি জায়গা উদ্ধারের লক্ষে সকাল থেকে  ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন তারা।

দুপুর পর্যন্ত প্রায় ৫০টি দোকান ছাড়াও আইনজীবী সহকারী সমিতি ভবনের বারান্দা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় পৌর উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান রুবেল, সদর থানার উপ-পরিদর্শক মানিক হোসেন ও উপ-পরিদর্শক সৌরভ দত্ত উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

অবৈধ স্থাপনা উচ্ছেদ বিচারিক হাকিম আদালত