Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেয়েদের জন্য বিদ্যালয়ের সঠিক পরিবেশ নিশ্চিত করেছে সরকার’


২ মার্চ ২০১৯ ২০:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: দেশের শতভাগ মেয়ে এখন স্কুলে যায় উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘মেয়েদের জন্য বিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার, সরকার তা নিশ্চিত করেছে।’

শ‌নিবার (২ মার্চ) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয়ের নবনি‌র্মিত ভব‌ন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্র‌তিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমানে নারী-পুরুষের সমতা অর্জনে প্রশংসা পেয়েছে বাংলাদেশ। দেশে শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো। এক সময় নারীশিক্ষা ছিল শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ। সেই ধারণা থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আজ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। প্রায় শতভাগ মেয়েই এখন স্কুলে যাচ্ছে।`

শিক্ষার অগ্রগতি ও প্রসারের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, `ভিত্তি যদি শিক্ষা হয় তাহলে উন্নয়নের মহাসড়কে সাফল্য আসাটাই স্বাভাবিক। অথচ শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার আগের চিত্রও এরকম ছিল না। তিনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তখন দেশের যে অবস্থা ছিল সে অবস্থা অতিক্রম করে দেশ আজ স্বাবলম্বী। উন্নয়নের মিছিলে শামিল। সরকার শিক্ষাকে ভিত্তি হিসেবে নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছে। বর্তমান সরকার তার শাসনকালে শতভাগ শিশুকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার সাফল্য দেখিয়েছে। সরকারের গৃহীত সিদ্ধান্তের কারণেই দেশ উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে।’

বিজ্ঞাপন

উন্নত দেশে পরিণত হতে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন: পাটমন্ত্রী

শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, `আওয়ামী লীগ সরকারের আমলে রূপগঞ্জের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপিত হয়েছে কম্পিউটার ল্যাব। এ উপ‌জেলায় এমন কোনও শিক্ষা প্র‌তিষ্ঠান নেই, যেখা‌নে আওয়ামী লীগ সরকা‌রের উন্নয়‌নের ছোঁয়া লা‌গেনি। আর এসব উন্নয়‌নের সবই হ‌য়ে‌ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে।”

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাঞ্জুরের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক মানজারী আলম টুটুলসহ অন্যরা।

সারাবাংলা/এসএমএন

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) নারীশিক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর