ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
২ মার্চ ২০১৯ ১৯:৩৬ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২১:৩২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী: ফেনীর সোনাগাজীতে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহীন মাহমুদ রিমন (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রিমন স্থানীয়দের কাছে বখাটে হিসেবে পরিচিত।
শুক্রবার (১ মার্চ) রাতে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতেই রিমনকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২ মার্চ) শাহীন মাহমুদ রিমনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেছেন ওই ছাত্রীর মা। দুপুরে ফেনী জেলা সদর হাসপাতালে ছাত্রীর প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়েছে।
নির্যাতিত ছাত্রীর মা ও মামলার বাদী জানান, বখাটে রিমন বেশ কিছুদিন ধরেই তার মেয়েকে স্কুলে যাওয়ার আসার পথে বিরক্ত করতো। বিষয়টি মেয়ে তাদের জানালে তারা শাহীনের মাকে জানান। এমনকি স্কুলের প্রধান শিক্ষককেও বিষয়টি জানানো হয়েছিল। এতে রিমন ক্ষিপ্ত হয়। প্রতিশোধ নিতে শুক্রবার সন্ধ্যায় রিপন ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিতসা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে তারা বিস্তারিত বলতে পারবেন।
সারাবাংলা/এসএমএন