উন্নত দেশে পরিণত হতে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন: পাটমন্ত্রী
২ মার্চ ২০১৯ ১৭:০১ | আপডেট: ২ মার্চ ২০১৯ ২০:৩১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: অর্থনৈতিক অগ্রগতির প্রতিটি স্তরকেই বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে নিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, `যা ক্রমেই বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ছে। সরকার বিভিন্ন খাতকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্যে শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ উল্লেখযোগ্য।’
শনিবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় ওয়াটা কেমিক্যাল ফ্যাক্টরিতে নতুনভাবে স্থাপিত সালফিউরিক এসিড প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প খাতে ব্যাপক উন্নতির জন্য নানা পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে পাটমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিল্প বান্ধব সরকার। শিল্পের উন্নয়নে বর্তমান সরকার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। শিল্পখাত উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বিদ্যুতের উন্নয়নে প্রধানমন্ত্রী স্বয়ং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’
সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে: পাটমন্ত্রী
বাংলাদেশ এরইমধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে আর দেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
গোলাম দস্তগীর গাজী বলেন, `উন্নত দেশে যেতে হলে আমাদের শিল্পায়ন করতে হবে। শিল্পায়ন হচ্ছে একদিকে কর্মসংস্থান, অন্যদিকে সমৃদ্ধি।‘
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ওয়াটা কেমিক্যালস কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক উল আলম, ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, পরিচালক এ এইচ এম আব্দুল্লাহ, পরিচালক মাহমুদুল হাসান, পরিচালক সুব্রত পাল, জিয়াউল হকসহ অন্যরা।
সারাবাংলা/এসএমএন