সেপটিক ট্যাংকে রোহিঙ্গা যুবকের মরদেহ
২ মার্চ ২০১৯ ১৩:২১ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১৬:০৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সেপটিক ট্যাংক থেকে মাওলানা শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) দুপুরে কুতুপালং আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মৃত শফিকুল ইসলাম এক নম্বর ক্যাম্পের সি-আই ব্লকের লোকমান হাকিমের ছেলে। গত ২১ ফেব্রুয়ারি থেকে শফিকুল নিখোঁজ ছিলেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংকের ভেতর থেকে সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, এ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ