চুড়িহাট্টায় দগ্ধ আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭১ জনে
২ মার্চ ২০১৯ ১০:১৭ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১১:২৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধ হয়ে জাকির হোসেন (৩৫) নামে আরো একজন মারা গেছেন। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।
বার্ন ইন্সটিটিউটের অধ্যাপক ডা. মো. নওয়াজেশ খান এ তথ্য নিশ্চিত করে সারাবাংলাকে জানান, জাকিরের শ্বাসনালীসহ শরীরের ৫0 শতাংশ পুড়ে গিয়েছিল। এ কারণেই শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
মৃত জাকির হোসেনের বাসায় বাবু বাজার ব্রিজের নীছে। ঘটনার দিন তিনি চকবাজার ইসলামবাগ থেকে বাসায় ফিরছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭১ জনে।
এর আগে গতকাল শুক্রবার (১ মার্চ) চকবাজারের চুড়িহাট্টায় আগুন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ একজনের মৃত্যু হয়। দগ্ধ ব্যক্তির নাম মেহেদী হাসান রেজাউল (২২)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
শুক্রবার (১ মার্চ) ভোরে মারা যান রেজাউল। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেজাউলের শরীরের ৫১ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানসনে। ওই ভবনে থাকা কেমিক্যালের গোডাউন থাকায় আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ আরও ৪১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এসআর/জেএএম