প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিলেন নগরপিতা আতিকুল
২ মার্চ ২০১৯ ০১:৪৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচনে বিজয়ী মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পরদিন নতুন এই নগরপিতা গণভবনে যান।
শুক্রবার ৭টা ৫০ মিনিটে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিরতিতে ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় আতিকুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী ও অন্যরাও ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।
গণভবনে এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শী, ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদি, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
সারাবাংলা/এনআর/একে