Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে মাটি কাটার সময় মিললো পরিত্যক্ত মর্টার শেল


১ মার্চ ২০১৯ ১৬:২৮ | আপডেট: ১ মার্চ ২০১৯ ১৬:৩০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় পুকুরে মাটি কাটার একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। শুক্রবার (১ মার্চ) সকালে কিসমত বাসুরা গ্রামের আবদুর রউফের পুকুরে মাটি কাটার সময় এটি পাওয়া যায়।

পুলিশ জানায়, এটিকে মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ অঞ্চলে এটি নিক্ষেপ করা হয়েছিল। যা সম্ভবত পুকুরে পড়ায় অবিস্ফোরিত থাকে। নিরাপত্তার স্বার্থে জায়গাটি ঘেরাও করে রাখা হয়েছে।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর ক্যাম্পকে লক্ষ্য করে এরকম মর্টার শেল নিক্ষেপ করা হতো। এটি সেগুলোর কোনো একটি হতে পারে, পুকুরে পড়ায় তা হয়তো তখন বিস্ফোরিত হয়নি।’

এদিকে, অবিস্ফোরিত মর্টার শেলটি দেখতে ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ঘটনাস্থলে যান। এসময় তিনি জানান, বোমা সদৃশ বস্তুটি মর্টার শেল হতে পারে। বোমা ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা আগামী রোববার ঘটনাস্থলে আসবেন।

আরও পড়ুন: পুনঃখননের মাধ্যমে নদীর নাব্য বাড়ানোর উদ্যোগ

সারাবাংলা/এমও

ফেনী মর্টার শেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর