Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলান সরকারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক


১ মার্চ ২০১৯ ১৫:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, পলান সরকারের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট সমাজকর্মীকে হারাল।

আরও পড়ুন- আর বাড়ি বাড়ি বই নিয়ে যাবেন না পলান সরকার

তিনি আরও বলেন, পলান সরকার রাজশাহীর ২০টি গ্রামজুড়ে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন। তিনি নিজের টাকায় বই কিনে পড়তে দিতেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। তার অবদান রাজশাহীর মানুষসহ বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

প্রসঙ্গত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলোকিত করতে কৃতি মানুষ পলান সরকার নিজের অর্থে বই কিনে হেঁটে হেঁটে গিয়ে পাঠকের হাতে পৌঁছে দিতেন। এই অসামান্য কৃতিত্বের জন্য সরকার ২০১১ সালে পলান সরকারকে একুশে পদকে ভূষিত দেন।

কীর্তিমান পলান সরকার শুক্রবার (১ মার্চ) দুপুরে ৯৮ বছর বয়সে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের নিজ বাসভবনে মারা যান। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।

সারাবাংলা/জেআইএল/টিআর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলান সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর