ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন শেখ হাসিনা: গোলাম দস্তগীর গাজী
১ মার্চ ২০১৯ ১২:৪১ | আপডেট: ২ মে ২০১৯ ০৮:৪৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জনগণের ভোটাধিকার। জনগণ ভোট দিয়ে নিজেরাই তাদের প্রতিনিধি ঠিক করবে। এটা তাদের বিষয়।
শুক্রবার (১ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে গোলাম দস্তগীর গাজী বলেন, ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো। তারপর এলো সেই ৭ মার্চের ভাষণ, তাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। ওই নির্বাচনই আমাদের জন্য টার্নিং পয়েন্ট।
পাটমন্ত্রী বলেন, সারাবিশ্ব তখন দুই ভাগে বিভক্ত— কেউ আমাদের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। কিন্তু সারা পৃথিবীর জনগণ তখন সাড়া দিয়ে বলেছিল, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের সমর্থন নিয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিলেন। ভোটের যে এই ক্ষমতা, সেটি বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন স্বাধীনতার মাধ্যমে। ভোট মানেই গণতন্ত্র। ভোটের মাধ্যমেই আমরা গণতন্ত্রকে গড়ে তুলি। কিন্তু সেই ভোটের অধিকার আবারও কেড়ে নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা দেশের মানুষকে সেই অধিকার ফিরিয়ে দিয়েছেন।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, কোনো দেশে যখন গণতন্ত্র আসে, তখন সেই দেশ উন্নতির ধারায় চালিত হয়। আজ আমাদের দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র চালু আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে, দেশ উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে যখন বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল, তখন দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষ শান্তিতে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে চলেছেন এবং জনগণও শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, মুড়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুমসহ অন্যরা।
সারাবাংলা/টিআর
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জাতীয় ভোটার দিবস বস্ত্র ও পাটমন্ত্রী ভোটার দিবস