সিটি নির্বাচনে ‘সন্তুষ্ট’ সিইসি
১ মার্চ ২০১৯ ১০:৩৫ | আপডেট: ২ মে ২০১৯ ০৮:৪৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ৩১ শতাংশের মতো ভোট পড়লেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বিরোধী দল অংশ না নিলেও ভোট ‘তাৎপর্যপূর্ণ’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কমিশনের প্রতি আস্থাহীনতা পরাজিত দলগুলোর ঐতিহ্য বলেও মন্তব্য সিইসির।
আরও পড়ুন- ঢাকা উত্তরের মেয়র আতিকুল
শুক্রবার (১ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবসের র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গিয়ে শেষ হয়। র্যালিতে কমিশনার মাহবুব তালুকদারসহ নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষার্থীদেরও এতে অংশ নিতে দেখা গেছে।
র্যালিতে অংশ নিয়ে সিটি নির্বাচনে ভোটার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটা শর্ট টার্মের নির্বাচন। তাছাড়া বৈরী আবহাওয়া ও বিরোধী দল না থাকার কারণেই ভোটারদের উপস্থিতি কম হয়েছে।’ এসময় অন্যান্য নির্বাচনের সময় ভোটারদের উপস্থিতির একটি ছবি দেখিয়ে সিইসি বলেন, বাংলাদেশে ভোটের চিত্র বা উপস্থিতির হার এমনই হয়।
জাতীয় ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে উৎসাহ উদ্দীপনা, ভোটাধিকার সুনিশ্চিত করণ ও সচেতনতা বাড়াতে দিবসটি পালিত হচ্ছে।
উল্লেখ্য, আজ ১ মার্চ দেশে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় ভোটার দিবস। ‘ভোটার হব ভোট দেব’ স্লোগানকে সামনে রেখে দিবসটি পালনের যাবতীয় আয়োজন করেছে নির্বাচন কমিশনার।
ইসি সূত্র জানায়, ভোটার দিবস পালন করতে নির্বাচন কমিশন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করছে ইসি। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবন চলছে সাজসজ্জার কাজ। ভবনের চারপাশ সাজানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনারের ছবি। এছাড়া বড় বড় ব্যানার ফেস্টুনে বড় বড় করে ‘ভোটার হব ভোট দেব’, ‘১ মার্চ ভোটার দিবস’ লেখা সংবলিত ব্যানার টানানো হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/টিআর
জাতীয় ভোটার দিবস ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান নির্বাচন কমিশনার ভোটার দিবস সিইসি কে এম নুরুল হুদা সিটি নির্বাচন