Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছিলেন কিম, রাজি হননি ট্রাম্প


১ মার্চ ২০১৯ ১১:২৯ | আপডেট: ২ মে ২০১৯ ০৮:৪৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভিয়েতনামে অনুষ্ঠিত সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের কাছে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছিল উত্তর কোরিয়া। বদলে দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কোন প্রকার চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই দিনব্যাপী ট্রাম্প-কিম সম্মেলন। সম্মেলন নিয়ে শুক্রবার (১ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ওই সম্মেলন দুই নেতার মধ্যে একের প্রতি অপরের সম্মানবোধ ও বিশ্বাস গভীর করে তুলেছে।

দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, ট্রাম্প ও কিমের মধ্যে একটি গঠনমূলক ও সহজাত বৈঠক হয়েছে। কোরিয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখবেন ও দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বৈঠক শেষে পরিকল্পিত সময়ের আগেই ওয়াশিংটনে ফেরত যান ট্রাম্প। সেখান থেকে তিনি বলেন, কিম চেয়েছিলেন তাদের কোন পারমাণবিক ভাণ্ডার ধ্বংস করার আগেই উত্তর কোরিয়ার ওপর আরোপিত সকল মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে নিতে। এজন্যই সম্মেলনটি ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিষয়টি ছিল নিষেধাজ্ঞা নিয়ে। তারা চেয়েছিল তাদের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা সরিয়ে দিতে। কিন্তু আমাদের পক্ষে তেমনটি সম্ভব ছিল না।

কিন্তু উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এক সংবাদ সম্মেলনে জানান, উত্তর কোরিয়া চেয়েছিল তাদের প্রধান পারমাণবিক স্থাপনা ভাঙার বদলে আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। একটি বাস্তবসম্মত প্রস্তাব। কিন্তু যুক্তরাষ্ট্র চেয়েছিল আরও বেশি কিছু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ওয়াশিংটন যদি আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে উত্তর কোরিয়া সকল ধরণের পারমাণবিক উপাদান উৎপাদন বন্ধ করে দেবে, মার্কিন পর্যবেক্ষণের আওতায়।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বিশ্বাসের ওপর ভিত্তি করে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে এর চেয়ে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

সারাবাংলা/ আরএ

উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা ভিয়েতনাম সম্মেলন