Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিরনিদ্রায় শায়িত হলেন শাহ আলমগীর


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৭

শাহ আলমগীর

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সহকর্মী ও স্বজনদের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ১২ নম্বর সেক্টরের গণকবরস্থানে দাফন হয় তার। এর আগে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব, পিআইবি ও তার পৈতৃক বাড়ি গোড়ানে অনুষ্ঠিত হয় জানাজা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে শাহ আলমগীরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকর্মী ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়া সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে, শাহ আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার পৈতৃক বাড়ি গোড়ানে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় তার শেষ কর্মস্থল পিআইবিতে। সহকর্মী ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা সেখানে তাকে শ্রদ্ধা জানান। পরে বিকেল ৩টায় তার মরদেহ নেওয়া হয় প্রেস ক্লাবে।

এর আগে, সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর।

গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন (২২ ফেব্রুয়ারি) নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

এদিকে, সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এসএ/টিআর

শাহ আলমগীর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর