‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছেন’
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছে। বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বিনামূল্যে বই বিতরণ সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা।’
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে তারাবো পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিলেবাস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র হাছিনা গাজী বলেন, ‘বাংলাদেশ যে একটি উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হতে চলেছে, বিষয়টি এখন দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের কাতারে শামিল হবে।’
তিনি বলেন, ‘একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদের উন্নয়ন ঘটে। বাংলাদেশে তেমনটি ঘটতে শুরু করেছে।’
মেয়র বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশের শিক্ষার উন্নয়ন না ঘটলে সে দেশ অর্থনৈতিক উন্নয়নের স্থায়ী রূপ পায় না। তবে আশার কথা, আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদের উন্নতি সমান্তরালভাবে এগিয়ে চলেছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন দেশের অর্থনীতির ভিত্তিকেও মজবুত করে তুলেছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদা সুলতানা, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিন, মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমেদসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন:
শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে: হাছিনা গাজী
ভাষা আন্দোলন বাঙালির প্রাণের শেকড়: হাছিনা গাজী
শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগের সাফল্য আকাশ ছোঁয়া: হাছিনা গাজী