Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির দায়িত্ব নির্বাচন আয়োজন, ভোটারদের আনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খন কামাল (ফাইল ছবি )

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভোটারদের ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলার অভিযোগ ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নির্বাচন আয়োজনের, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব তাদের নয়।’ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ঠিকই বলেছেন।  ভোট দেওয়ার ইচ্ছার মালিক একান্তই ভোটারদের।  এজন্য আমরা দায়ী নই।  আমরা জানতে পেরেছি, আমাদের সমর্থকরা ঠিকই ভোট দিচ্ছেন।’

আরও পড়ুন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি একটু কম ছিল মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।  যেমন আমার নিজেরই ভোট দিতে সময় লাগলো। আবার যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে, সেখানে ভোটারদের অনেক উপস্থিতি লক্ষ করা গেছে।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশিরভাগ কেন্দ্র পরিদর্শনের সুযোগ হয়নি এখনো।  আবার সব কেন্দ্রের সার্বিক অবস্থার প্রতিবেদনও পাইনি।  তবে যতটুকু দেখেছি আর জেনেছি, তাতে মনে হয়েছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদের কথা বললে বলব, ‘বিরোধী মার্কার (বাঘ) প্রার্থী শাহীন খান আমার সঙ্গে এখানেই উপস্থিত আছেন।’ তাহলে বাধা এলো কোথায় বলেও তিনি প্রশ্ন রাখেন।

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

সিটি নির্বাচন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর