Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় র‍্যাবের অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: জেলার শাজাহানপুরের অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অস্ত্রসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‍্যাব) এর সদস্যরা। অভিযানে ৩০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিদেশি মদ, ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়েছে। বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাজাপুরে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত মাদক বিক্রেতার নাম আবদুল বাছেদ ওরফে বাচ্চু মণ্ডল (৪৫)। বাচ্চু মণ্ডল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঢাকারপাড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাবের বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, আটক মাদক বিক্রেতা দীর্ঘদিন বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। মাদকের পাশাপাশি সে দেশীয় আগ্নেয়াস্ত্রও বিক্রয় করতো। এছাড়াও বাচ্চু মণ্ডলের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন আইন ও বিশেষ ক্ষমতা আইনে পাঁচটি মামলা রয়েছে।

বাচ্চু মণ্ডলকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সারাবাংলা/এসবি

বগুড়া মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর