Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ভোটার দিবস ১ মার্চ


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: দেশে প্রথমবারের মতো ১ মার্চ (শুক্রবার) পালন করা হচ্ছে জাতীয় ভোটার দিবস। ‘ভোটার হব ভোট দেব’; এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন বিকাল চারটায় নির্বাচন কমিশনের নিজস্ব অডিটোরিয়ামে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভোটার দিবস উপলক্ষে ইসির আমন্ত্রণে  বক্তব্য রাখবেন।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ ) এসএস আসাদুজ্জামান বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর চীনমৈত্রী থেকে এ বর্ণাট্য র‌্যালি বের করার মধ্যে দিয়ে দিবসটির অনুষ্ঠানিক সূচনা করা হবে।

ইসি সূত্র জানায়, ভোটার দিবস পালন করতে নির্বাচন কমিশন ভবনসহ সারাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করছে ইসি। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবন চলছে সাজসজ্জার কাজ। ভবনের চারপাশ সাজানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনারের ছবি। এছাড়া বড় বড় ব্যানার ফেস্টুনে বড় বড় করে ‘ভোটার হব ভোট দেব’, ‘১ মার্চ ভোটার দিবস’ লেখা সংবলিত ব্যানার টানানো হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে কর্মসূচির আয়োজনের কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে ভোটার দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত র‌্যালি হবে সকালে। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা হবে। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ইসির পাঁচ কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

বিজ্ঞাপন

সন্ধ্যা পৌনে ৬টার দিকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে।

সারাবাংলা/জিএস/এমএনএইচ

জাতীয় ভোটার দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর