Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারদলীয় প্রার্থী ছাড়া অন্য প্রার্থীর পোলিং এজেন্ট নেই’


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আজ সকাল সাড়ে ন’টা থেকে দশটা পর্যন্ত আমি মগবাজারে ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র পরিদর্শন করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে এই কেন্দ্রেই নিজের ভোট দিয়েছি। এসময় আমি সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে দেখিনি।

বৃহস্পতিবার( ২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার কার্যালয়ে সাংবাদিকদের লিখিত বক্তব্যেে এই মন্তব্য করেন।

তিনি বলেন,`সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এখানকার পাঁচটি ভোটকেন্দ্রে ১৫ টি বুথে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন।অথচ এই পাঁচটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৩ জন।’

তিনি অভিযোগের সঙ্গে বলেন ‘ঢাকা সিটি করপোরেশনের এই নির্বাচন অপুর্ণাঙ্গ নির্বাচন। এই নির্বাচন ৫ বছর পর পর হবে। কিন্তু এখন যারা নির্বাচিত হবেন, তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলছি।’

ইসি কমিশনার আরও বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে মেয়রপদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশ গ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ হতে হবে। কোন প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের আসা যাওয়ার পথে পূর্ণ নিরাপত্তা দেবেন। ভোটাররা নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দেবেন। রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন নির্বাচনী ব্যবস্থা যাতে প্রভাবান্বিত না হয়- এটাই প্রত্যাশা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/জেডএফ 

ইসি মাহবুব তালুকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর