Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আলমগীরের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘শাহ আলমগীর দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুড়িবোর্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে কমিশন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের অন্যতম এক শরীককে হারাল।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘শাহ আলমগীর শত ব্যস্ততার মাঝেও দুদুক মিডিয়ার অ্যাওয়ার্ডসহ কমিশনের দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতেন।‘

দুদক চেয়ারম্যান শাহ আলমগীরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলমগীর। গত ২১ ফেব্রুয়ারি থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন জ্যেষ্ঠ এ সাংবাদিক।

সারাবাংলা/এসজে/এমএইচ

দুদক চেয়ারম্যান পিআইবি পরিচালক শোকবার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর