Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার ৪,৩৪৭: চার ঘণ্টায় ভোট পড়েছে ২৮০


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২০

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সকাল ১১টা ২০মিনিট। মোহাম্মদপুর ‘জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার উম্মুক্ত মাঠ প্রায় জনমানবশূন্য। প্রধান ফটকে দুইজন আনসার সদস্য, মাদ্রাসা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কয়েকজন পুলিশ ও মহিলা আনসার সদস্য, হাতে একটা স্লিপ নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছেন একজন লোক। অর্থাৎ দেখে বোঝার উপায় নেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোট গ্রহণের জন্য এখানে দু’টি কেন্দ্র রয়েছে। যেখানে বুথ রয়েছে ১০টির ওপরে। ভোট রয়েছে প্রায় সাড়ে চার হাজার!

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১১ টায় জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানায় স্থাপিত ডিএনসিসি’র ৯৪৬ নম্বর ভোট কেন্দ্রের ১ নং বুথে গিয়ে দেখা যায় সহকারী প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসেন খান, নৌকার পোলিং এজেন্ট বিউটি সাঈদ এবং দুইজন পোলিং অফিসার ‘অলস’ বসে আছেন। এই বুথে মোট ভোটের সংখ্যা ৪৫৪টি হলেও প্রথম সাড়ে তিন ঘণ্টায় কাস্ট হয়েছে ৫টি!

একই কেন্দ্রের ২ নং বুথে গিয়ে দেখা যায়, ৪৫৫ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৯টি। এ বুথে সহকারী প্রিসাইডিং অফিসার মো. আব্দুল জব্বার এবং নৌকার পোলিং এজেন্ট মরিয়ম বেগমসহ দুইজন পোলিং অফিসার ভোটারদের অপেক্ষায় বসে আছেন।

জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার ৯৪৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান সারাবাংলাকে জানান, এ কেন্দ্রটিতে মোট ভোট ১৮১৯টি। প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৫০টির মতো।’

তবে টিম সারাবাংলার বুথ ফেরত হিসাব অনুযায়ী প্রথম চার ঘণ্টায় এ কেন্দ্রের চারটি বুথে যথাক্রমে ৫+৯+৪+৩=২১টি ভোট পড়েছে।

ভোটার উপস্থিতি কম সম্পর্কে প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান নিজের ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরেন এভাবে— ‘এটি তো মহিলা ভোটার কেন্দ্র। সকালে ওয়েদার খারাপ ছিল। দুপুরের পর ভোটার সংখ্যা বাড়তে পারে।’

বিজ্ঞাপন

জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার ৯৪৭ নম্বর কেন্দ্রটি পুরুষ ভোটারদের জন্য। এ কেন্দ্রে মোট ভোট ২৫২৮টি। প্রিসাইডিং অফিসার মো. শফিউদ্দীন বিশ্বাস জানান সকাল বেলা ১২ টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ২৬০টির মতো।

বেলা ১২ টার দিকে এ কেন্দ্রটির ১ নং বুথে গিয়ে দেখা যায় সহকারী প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম, নৌকার এজেন্ট নুরুন নবী ভোলা এবং দুইজন পোলিং অফিসার বসে আছেন। বুথে লাঙ্গল বা অন্য প্রার্থীর কোনো এজেন্ট নেই। নেই ভোটারও।

সহকারী প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে জানান, তার বুথে মোট ভোট ৫০১টি। বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ৫০টি। পাশের কক্ষে ২ নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসার তানজিলুর রহমান কোনো তথ্য দিতেই রাজি হলেন না। তবে নৌকার এজেন্ট এরফান আহমেদ জানালেন, এ বুথে মোট ভোট ৫০৪টি।

একই কক্ষের ৩ নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসার নিজের নামটাও বললেন না। সব তথ্য প্রিসাইডিং অফিসারের কাছ থেকে নেওয়ার পরামর্শ দেন তিনি।

পরে প্রিসাইডিং অফিসার মো. শফিউদ্দিন বিশ্বাস সারাবাংলাকে বলেন ‘ভোটের যা চিত্র সেটা তো দেখতেই পারছেন। আসলে আজকে যে ভোট, এ খবরটাই অনেকে জানে না। ফলে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে দুপুরের পর বাড়তে পারে।’

মোহাম্মদপুরের নূরজাহান রোডের বেঙ্গলী মিডিয়া হাইস্কুলের দু’টি ভোট কেন্দ্রের চিত্রও অনেকটা একই রকম। এখানে স্থাপিত ৯৪৯ নম্বর কেন্দ্রের ৫ নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান ৫০৩ ভোটের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ৫টি ভোট। তবে ২, ৩, ৪ নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসাররা কোনো তথ্য দিতে রাজি হননি।

৯৪৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ড. কনক রায় চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এ কেন্দ্রে ভোট রয়েছে ২৯১৭টি ভোট। তবে ভোটার উপস্থিতি খুবই কম। কাস্ট হওয়া ভোটের শতাংশ হার বলার মতো না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঘটনাটা তো তা-ই।’

বেঙ্গলী মিডিয়া হাইস্কুলের ৯৫০ নম্বর কেন্দ্রটির ভোটার উপস্থিতিও অন্যগুলোর মতো। ২৮১৪ ভোটের মধ্যে এই কেন্দ্রের ৫টি বুথে বেলা ১২ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১৪২টি।

কেন্দ্রটির ১ নং বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রাজিব কুমার কর জানান, ৫৭০ ভোটের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ২২টি, ২ নং বুথের সহাকারী প্রিসাইডিং অফিসার মো. রুবেল জানান, ৫৩১ ভোটের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ৫৫টি, ৩ নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসার আবু সুফিয়ান জানান ৫৭৫ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৯টি, ৪ নং বুথের সহকারী পিসাইডিং অফিসার  মাহমুদুল হাসান জানান, ৫৭৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩১টি এবং ৫ নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান জানান বেলা ১২ টা পর্যন্ত ৫২৫ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২০টি।

সারাবাংলা/এজেড/সারাবাংলা

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর