Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনিয়মের কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে’


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয়সহ বেশ কয়েকটি নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটাররা সিটি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে নিজের ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ।

ভোটারদের উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাফিন আহমেদ বলেন, কম ভোটার মানে নির্বাচনে মানুষের আস্থা কম। ভোটারদের উপস্থিতি লক্ষনীয়ভাবে কম। গত নির্বাচনগুলোতে অনিয়ম হওয়ায় ভোটাররা ভোট দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী কিংবা হতাশ হওয়ার কিছু নেই। আমি সাড়ে ১২টায় ভোট দিয়েছি। তবে, এই কেন্দ্রে কোনো অনিয়ম দেখিনি।

তিনি আরও বলেন, আমি অনেকগুলো কেন্দ্র ঘুরেছি। অনিয়ম পেয়েছি। প্রমাণও পেয়েছি। সব কিছু পর্যবেক্ষণ করে বিকেলে বলব। তবে কেন্দ্রে তার এজেন্টরা না থাকার বিষয়ে তিনি এড়িয়ে যান।

সারাবাংলা/এসজে/জেএএম

শাফিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর