Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক আটক


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৮

।। সিনিয়র করেসপন্ডেনন্ট।।

ঢাকা: মিরপুর কেন্দ্রীয় মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, ‘মূর্তি ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্দিরের পুরোহিতের সহকারী অতীন্দ্র সরকার বলেন, ‘আজ সকাল সোয়া ৭টার দিকে এক যুবক মন্দিরে আসেন। এ সময় তিনি নিজেকে মিথুন চক্রবর্তী বলে পরিচয় দেয়। পরে সে কালী মন্দিরে পূজার জন্য ঢোকে। এসময়  আমি ওখান থেকে বেরিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ শব্দ শুনে গিয়ে দেখি একটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে নিচে পড়ে আছে। এ সময় আমরা কয়েকজন তাকে আটকে রাখি।’

পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম রাশিদুল হাসান। সে মিরপুর বাংলা স্কুল ও বিসিআইসি কলেজে পড়াশোনা করেছে। তার বাড়ি উত্তরবঙ্গ। তিনি মিরপুর বটতলার বাসিন্দা।

সারাবাংলা/ইউজে/জেডএফ

প্রতিমা ভাঙচুর মিরপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর