ভবনে রাসায়নিক গুদাম থাকায় গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ইসলামবাগের একটি বাসায় রাসায়নিক গুদামের সন্ধান পেয়েছে বিশেষ টাস্কফোর্স। অভিযান চালিয়ে ওই বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামবাগের ১১/৪ নম্বর বাসায় অভিযান চালায় টাস্কফোর্স। এ অভিযানে সহায়তা করে ডিপিডিসি, ওয়াসা, তিতাস। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থাও অভিযানে সহায়তা করে।
টাস্কফোর্স জানিয়েছে, ছয়তলা বিশিষ্ট ভবনটির দোতলায় রাসায়নিক গুদাম পাওয়া গেছে। আগামী রোববারের মধ্যে ভবন মালিককে এই গুদাম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গুদাম অপসারণ না হওয়া পর্যন্ত ওই বাসায় বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
রাসায়নিক গুদাম সরানোর পর টাস্কফোর্সের ছাড়পত্র নিতে হবে। তা না হলে বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ দেওয়া হবে না বলে অভিযান পরিচালনকারী টাস্কফোর্স জানিয়েছে।
সারাবাংলা/ইউজে/একে