Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরম চা, গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসুন: আতিকুল


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বৃষ্টির দিনে গরম চা, গরম খিচুড়ি খেয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) করপোরেশনের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নিজেদের নাগরিক অধিকার । আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আগামীর সুন্দর ঢাকা গড়ে তুলতে সহযোগিতা করবেন, এটাই আমার বিশ্বাস। আমি শতভাগ আশাবাদী। জনগণ আমাকে তাদের সেবা করার ‍সুযোগ দেবে আমি এটাই আশা করি।’

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ শুরু

ঢাকা উত্তরের এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি সকলের ভোট প্রত্যাশী। আপনারা গরম চা, গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসুন। উন্নয়নের মার্তা হচ্ছে নৌকা। যে নৌকা দেশকে স্বাধীনতা, দেশকে লাল সবুজের পতাকা দিয়েছে। আমি বিশ্বাস করি, আপনারা সবাই এসে যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে গতিময় সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে ‍তুলব। সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলব।’

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো। আমাদের আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা এলেও ভালো হতো। কিছু তো করার নেই। সেক্ষেত্রে কারা এলো না এলো-সেটি বিষয় নয়। কেউ আসুক না আসুক নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। মিডিয়ার মাধ্যমে ভোটারদের প্রতি আহ্বান, আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/একে

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর