Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার তালিকায় নাম নেই, তবুও তিনি ডাকসুর প্রার্থী


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৩৬

।। কবির কানন।।

ঢাবি করেসপন্ডেন্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার ডাকসু নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। সব নিয়ম অনুসরণের পরও ডাকসুর সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও একজনের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

সূত্র জানায়, প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন দাখিল করলেও ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এ আর এম আসিফুর রহমানের মনোনয়ন বাতিল করেছে কর্তৃপক্ষ। অথচ তিনি নিয়মমাফিক সার্জেন্ট জহুরুল হক হলে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ডাকসুর প্রার্থীদের তালিকায় তার নাম নেই। ডাকসু নির্বাচন কর্তৃপক্ষ মোট সাতজনের প্রার্থিতা বাতিল করেছে। কারণ হিসেবে ছয়জনের ভোটার তালিকায় নাম নেই উল্লেখ করা হয়েছে। আর আসিফুর রহমানের ক্ষেত্রে লেখা হয়েছে ‘তথ্য অসম্পূর্ণ’।

এদিকে ভোটার তালিকায় নাম থাকার কারণে ছয়জনের প্রার্থিতা বাতিল করলেও ভোটার তালিকায় নাম না থাকা একজনের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। নিপু ইসলাম তন্বী নামে এই প্রার্থী শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের ঘোষিত প্যানেলে তিনি সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন। হলের ভোটার তালিকায় তার ভোটার নম্বর নেই। অথচ প্রার্থীর তালিকায় তার ভোটার নম্বর উল্লেখ করা হয়েছে ৩৭৩৮।

সবকিছু ঠিক থাকার পরও প্রার্থিতা বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন আসিফুর রহমান।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের সকল বিধি মেনে মনোনয়নপত্র দাখিল করার পরও প্রার্থী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, শিশুসুলভ ও হাস্যকর।’

বিজ্ঞাপন

ডাকসুর ভোটার প্রার্থী তালিকায় অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমানকে অসংখ্যবার ফোন ও এসএমএস দেওয়া হলেও সাড়া দেননি।

সারাবাংলা/কেকে/একে

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর