ভাসানটেকের আগুন নিয়ন্ত্রণে
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর ১৭টি ইউনিটের প্রচেষ্টায় দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ জানা যায়নি। আগুনে হতাহত ও ক্ষতিপূরনের বিষয়টি জানতে আরও সময় লাগবে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলোকে যুক্ত করা হয়।
সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে লক্ষাধিক লোকের বসবাস বলে জানান, ভাসানটেক থানার উপপরিদর্শক আবু জাফর তালুকদার মানিক। তিনি জানান, আগুন লাগার পর বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আরো পড়ুন : ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৭ ইউনিট
সারাবাংলা/জেআইএল/এসএইচ/এইচএ