Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণ জয়ন্তীতে মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য র‍্যালি


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বর্ণাঢ্য র‌্যালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করলো বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ।

বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ পাশ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনের নেতাকর্মীরা। সুবর্ণ জয়ন্তীর র‌্যালি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। র‌্যালিতে নেতৃত্ব দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। জাতীয় সংসদের দক্ষিণ থেকে র‍্যালিটি শুরু করে মিরপুর রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিতে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।

মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা এক কালারের শাড়ি পরিধান করে এবং মাথায় ফুলের মালা জড়িয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ সংগঠনের বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দিচ্ছেন সাফিয়া খাতুন এবং মাহমুদা বেগম কৃক। প্রায় ১৪ বছর পর ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তারা নির্বাচিত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। পরে ১৫১ সদস্যবিশিষ্ট মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এসএন

৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী মহিলা আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর