কেরানীগঞ্জে গ্রিড সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : কেরানীগঞ্জ মডেল থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মালঞ্চ হাসপাতালের সামনে বিদ্যুতের নির্মাণাধীন গ্রিড সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
এর আগে বুধবার রাত ১০টা ২৫ মিনিটে এই গ্রিড সাবস্টেশনের আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে।
সারাবাংলা/ইউজে/এইচএ/এসএন