Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যক্ষ মাহফুজাকে বালিশ চাপায় হত্যা করে দুই গৃহকর্মী


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নার হাতে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ মারুফ হোসেন সরদার।

তিনি বলেন, ‘গৃহকর্মী রেশমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দুইজন বালিশ চাপা দিয়ে অধ্যক্ষ মাহফুজাকে হত্যা করেন। দুই গৃহকর্মীকে বকাঝকা করার প্রতিশোধ হিসেবে তারা এই হত্যার পরিকল্পনা করে। ক্ষোভের পাশাপাশি তাদের লোভও ছিল। তারা মনে করত যে, এ নারীকে মারতে পারলে অনেক টাকা পয়সা ও অলঙ্কার পাওয়া যাবে।’

উপ-কমিশনার বলেন, ‘রেশমা এ হত্যা মামলার প্রধান আসামি। মাহফুজাকে হত্যার পর এতদিন রেশমা আত্মগোপনে ছিলেন। পরে নিউমার্কেট থানা পুলিশ অভিযান চালিয়ে পল্লবী থেকে রেশমাকে গ্রেফতার করে। এ সময় একটি স্বর্ণের চেইন, সাত হাজার টাকা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।’

গৃহকর্মী নিয়োগ দেওয়ার বিষয়ে মারুফ হোসেন সরদার বলেন, ‘গৃহকর্মী নিয়োগের সময় বায়োডাটা ফরম পূরণ করে থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। রেশমাকে খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। কারণ তাকে শনাক্ত করার মতো কিছুই ছিল না। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী হলেও সে থাকত পল্লবী এলাকায়।’

এর আগে একই মামলায় অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর অপর গৃহকর্মী স্বপ্না ও তাদের সরবরাহকারী রুনু বেগমকে গ্রেফতার করা হয়। স্বপ্না এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

শুধুই কি ক্ষোভ আর লোভ থেকেই এই খুন হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু থাকলে সেটাও বেরিয়ে আসবে। তারা যা বলেছে, তাই যে বিশ্বাস করতে হবে তা নয়। বাঁচার জন্য অনেক কিছুই বলতে পারে। ভবিষ্যতে আরও অনেক কিছু বের হতে পারে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর অ্যালিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার ভবনে নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে ওই বাসার গৃহকর্মীরা নিখোঁজ ছিলেন।

এরপর ১১ ফেব্রুয়ারি নিহতের স্বামী মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা দুই গৃহকর্মী স্বপ্না (৩০) ও রেশমাকে (৩৬) আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন।

মৃত মাহফুজা চৌধুরী পারভীনের ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছিলেন, মাহফুজার ঠোঁটে, মুখে ও আঙুলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটা আঙুল ভাঙা ছিল। তাকে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

অধ্যক্ষ ইডেন কলেজ মাহফুজা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর