‘মাদক কারবারিরা আত্মসমর্পণ না করলে পরিণতি ভয়াবহ’
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৯
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে মাদক কারবারিদের সাড়া দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমরা বাঁচার সুযোগ দিতেই আপনাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন। সবকিছু জমা দিয়ে ভালো হয়ে যান। না এলে আপনাদের চরম পরিণতি হবে। ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে সামনে আপনাদের। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে ‘মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলে বর্জনীয় ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি টেকনাফে ২০০ জন শীর্ষ ইয়াবা কারবারি তাদের সরঞ্জাম জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। তারা কথা দিয়েছেন, মাদকের কারবারে আর কোনোদিন তারা জড়িত হবেন না। আর হলেও তাদের পরিণতি হবে ভয়াবহ। এখন আমরা অনেক জেলা থেকে সাড়া পাচ্ছি। অনেকেই আত্মসমর্পণ করতে আগ্রহী। আমরা জেলায় জেলায় যাবো। আর মাদকের পথ থেকে ফিরিয়ে আনব। কেউ না আসলে তাদের পরিণতি হবে ভয়াবহ। বাঁচার কোনো পথ থাকবে না। ‘
বর্তমানে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার বাইরে বন্দি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৯০ হাজার বন্দির ৫০ ভাগই মাদকের আসামি। আমরা চাই, মাদক থেকে সবাই ভালো পথে ফিরে আসুক। পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক।’
আরও পড়ুন: বদির ৮ স্বজনসহ ১০২ ইয়াবা কারবারি কারাগারে
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘মাদকে সব শেষ হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে দুই-চার জন বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে। এটা নিয়ে দুই-চারজন জ্ঞানী-গুণী সমালোচনা করছেন। ভয় পাবেন না। তাতে কিছু যায় আসে না। সরকারের উন্নয়নের সামনে মেধাবীরা ঝরে যাবে। ভবিষ্যৎ নষ্ট হবে না। আমরা বদ্ধপরিকর মাদক নির্মূলে। ‘
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাদক স্পট কোথায় আছে, আমাদের জানান। দেখবেন কী করি। বলার সঙ্গে সঙ্গে তা নিশ্চিহ্ন করা হবে। যে পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাকে এমন শাস্তি দেওয়া হবে যে, অন্য পুলিশ সদস্যরা দেখে আঁতকে উঠবে। ’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. জামাল উদ্দিন বলেন, ‘মাদক কারবারিা এখন দানবে পরিণত হয়েছে। ’ এই দানবদের যেকোনো মূল্যে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
সারাবাংলা/ইউজে/এমএনএইচ