Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো জানান, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৯১ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৮৪ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক শূণ্য ৫ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯৯ শতাংশ।

সারাবাংলা/জেজে/জেএএম

মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর