অনাস্থা নয়, অস্বস্তিকর: সিইসি
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকা সিটি করপোরেশনের উপনির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা নয়। তবে এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ না নেওয়া কমিশনের জন্য অস্বস্তিকর।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এ নির্বাচনের মেয়াদ একবছর হওয়ায় কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনো দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।’
তাদের নির্বাচন আনতে না পারার বিষয়টি ইসির ব্যর্থতা কি না জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে কোনো রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি কমিশনের কোনো ব্যর্থতা নয়। নির্বাচন প্রশ্নে কমিশন আগেও ব্যর্থ ছিল না, এখনও ব্যর্থ নয়।’
নুরুল হুদা বলেন, ‘ভোটারদের প্রতি অনুরোধ তারা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা আচরণবিধি মেনে চলবেন। এজেন্টদের প্রতি অনুরোধ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ছেড়ে যাবেন না।’
কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে ভোটকেন্দ্র সঙ্গে সঙ্গে বন্ধ ঘোষণা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ওয়ার্ডগুলোয় কাউন্সিলর পদের জন্য ব্যালটপেপার সকালে পাঠানো হবে। আর মেয়র পদে ব্যালট পেপার রাতেই পাঠানো হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র আনিসুল হক মারা যাওয়ায় এই সিটি করপোরেশনে মেয়র পদটি শূন্য হয়। এছাড়া দুই সিটি করপোরেশনে যোগ নতুন যোগ হওয়া ওয়ার্ডগুলোতেও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জিএস/একে
ডিএনসিসিকে জবাবদিহিতার আওতায় আনা হবে: আতিকুল
ডিএনসিসি উপনির্বাচনে মেয়রপ্রার্থী আতিকুলের প্রচারণা শুরু
ডিএনসিসিতে মেয়রপদে আতিকুলের প্রতিদ্বন্দ্বী পাঁচজন